দায়িত্ব নীতিমালা
সর্বশেষ আপডেট: ১০/১/২০২৫
টেক সমাজ এর প্রতিটি আর্টিকেল অনেক রিসার্চ এবং যাচাই-বাছাই করে লেখা হয়ে
থাকে। আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং নির্ভুল তথ্য প্রদান
করার। তবে টেক সমাজে প্রকাশিত কোনো তথ্যের গ্যারান্টি আমরা দিতে পারবো না।
আপনার ব্যক্তিগত জীবন বা স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য ব্যবহারের আগে
অবশ্যই সতর্কতা অবলম্বন করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
টেক সমাজ ওয়েবসাইটে প্রকাশিত
যেকোনো তথ্যের ভিত্তিতে যদি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তবে তার সম্পূর্ণ
দায়-দায়িত্ব আপনার নিজের। আমাদের ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে আপনি যদি কোনো
ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা করেন, তবে তার জন্য
টেক সমাজ কোনোভাবেই দায়ী থাকবে
না।
টেক সমাজের বিভিন্ন আর্টিকেলে অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। এগুলো কেবল
তথ্য প্রদানের উদ্দেশ্যে দেওয়া হয়, আমরা সেগুলো সরাসরি সুপারিশ করি না।
উল্লিখিত ওয়েবসাইট বা তাদের পরিষেবা, কনটেন্ট, নীতি বা কার্যক্রমের উপর
টেক সমাজ এর কোনো নিয়ন্ত্রণ
নেই এবং সেগুলো সম্পর্কিত কোনো দায়িত্বও টেক সমাজ এর নয়। তাই বাইরের ওয়েবসাইট
ব্যবহার করার আগে নিজ বিবেচনায় সতর্ক থাকবেন।
আপনি টেক সমাজের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে টেক সমাজের সকল শর্ত ও নীতিমালার সাথে
একমত প্রদান করছেন। আপনি যদি ঠিক সমাজের নীতিমালার সঙ্গে একমত প্রদান না
করেন সে ক্ষেত্রে টেক টেকসমাজ ওয়েবসাইট ব্যবহার করার থেকে নিজেকে বিরত
রাখুন। এবং টেকসমাস চাইলে যেকোনো সময় কোন তথ্য, শর্ত এবং নীতিমালা কারো
অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url