বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ
বাংলাদেশ থেকে দুবাই ভিসা করতে কত টাকা লাগে ২০২৫
অনেকেই বিভিন্ন দেশে ঘোরতে পছন্দ করেন তবে বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায়
এমন ৪৮টি দেশর কথা অনেকেই জানেন না। এই ৪৮ টি দেশে আপনাকে যাওয়ার জন্য আলাদাভাবে
কোন ভিসা করতে হয় না শুধু পাসপোর্ট থাকলেই চলে।
যারা বিভিন্ন দেশ ঘোরতে পছন্দ করেন তাদের জন্য এই ৪৮ টি দেশের কথা জানা অনেক
গুরুত্বপূর্ণ হতে পারে। আজকের আর্টিকেলে আপনাদের জানাবো বাংলাদেশ থেকে ভিসা ফ্রি
যাওয়া যায় এমন ৪৮টি দেশর ব্যাপারে বিস্তারিত সকল তথ্য।
পোস্ট সূচীপত্রঃ বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ
ভিসা ফ্রি এবং অন-অ্যারাইভাল ভিসার মধ্যে পার্থক্য
যে সকল দেশে সাধারণত ভিসা ফি থাকে, সেসব দেশে বাংলাদেশ থেকে যাওয়ার সময়
আমাদের কোন ধরনের ভিসা তৈরি করতে হয় না। তবে সেসব দেশে পৌঁছানোর পরে আমাদেরকে
অন-অ্যারাইভাল ভিসা নিতে হয়। যেসব দেশ সম্পূর্ণভাবে ফ্রি ভিসার সুবিধা দিয়ে
থাকে সেসব দেশে সংখ্যা প্রায় ২১ টি। এই দেশগুলোতে যাওয়ার পরে আপনাকে ভিসার
জন্য আলাদাভাবে কোনো টাকা দিতে হয় না শুধুমাত্র আপনার পাসপোর্ট দেখিয়ে ফ্রি ভিসা
নিতে পারবেন। আপনি কোন ধরনের টাকা বা ডকুমেন্ট দেওয়া ছাড়াই এ সকল দেশে ফ্রি
ভিসা নিতে পারবেন তবে ভিসা নেওয়ার শুধু ৩০ থেকে ৯০ দিন পর্যন্তই আপনি সে দেশে
থাকতে পারবেন।
অন-অ্যারাইভাল ভিসার জন্য আপনাকে সেই দেশে গিয়ে ভিসার জন্য আবেদন করা লাগে। যে
সকল দেশ অন-অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে তাদের সংখ্যা ২৭ টির মতো। আপনি
বিমানবন্দরে গিয়ে সরাসরি অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার
জন্য আপনার কিছু ডকুমেন্ট দেখাতে হতে পারে এবং কিছু টাকাও লাগতে পারে।
বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ
বাংলাদেশ থেকে ভিসা ছাড়াই বিভিন্ন মহাদেশের দেশগুলো আমরা যেতে পারি তাদের মধ্যে
রয়েছে এশিয়ার কিছু দেশ, আফ্রিকা, ওশানিয়া এবং ক্যারিবীয় অঞ্চলের কিছু দেশ। এই
সকল দেশ ফ্রি ভিসার সুবিধা দিয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য নিচে একটি তালিকা
দেওয়া হলো যেখানে আপনারা সহজে দেখতে পারবেন বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায়
এমন ৪৮টি দেশ।
| ক্রম | দেশের নাম | মহাদেশ | ধরন | থাকার সময় | ভিসা ফি |
|---|---|---|---|---|---|
| 1 | ভুটান | এশিয়া | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 2 | ইন্দোনেশিয়া | এশিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 3 | মালদ্বীপ | এশিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 4 | নেপাল | এশিয়া | ভিসা ফ্রি | 150 দিন | বিনামূল্যে |
| 5 | শ্রীলঙ্কা | এশিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 6 | পূর্ব তিমুর | এশিয়া | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 7 | বেনিন | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 8 | বুরকিনা ফাসো | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 9 | কঙ্গো | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 10 | কোট ডি আইভোয়ার | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 11 | গিনিয়া-বিসাউ | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 12 | কেনিয়া | আফ্রিকা | অন-অ্যারাইভাল | 90 দিন | ৫০ ডলার |
| 13 | লেসোথো | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 14 | লাইবেরিয়া | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 15 | মালাউই | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 16 | মোজাম্বিক | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 17 | নামিবিয়া | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 18 | সিয়েরা লিওন | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 19 | টোগো | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 20 | উগান্ডা | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 21 | জাম্বিয়া | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 22 | কুক আইল্যান্ডস | ওশেনিয়া | ভিসা ফ্রি | 31 দিন | বিনামূল্যে |
| 23 | ফিজি | ওশেনিয়া | ভিসা ফ্রি | 120 দিন | বিনামূল্যে |
| 24 | কিরিবাটি | ওশেনিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 25 | মাইক্রোনেশিয়া | ওশেনিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 26 | নিউই | ওশেনিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 27 | সামোয়া | ওশেনিয়া | ভিসা ফ্রি | 60 দিন | বিনামূল্যে |
| 28 | টুভালু | ওশেনিয়া | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 29 | ভানুয়াটু | ওশেনিয়া | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 30 | বাহামাস | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 31 | বার্বাডোস | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 6 মাস | বিনামূল্যে |
| 32 | ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 30 দিন | বিনামূল্যে |
| 33 | ডমিনিকা | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 6 মাস | বিনামূল্যে |
| 34 | গ্রেনাডা | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 3 মাস | বিনামূল্যে |
| 35 | হাইতি | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 36 | জামাইকা | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 6 মাস | বিনামূল্যে |
| 37 | মন্টসেরাট | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 38 | সেন্ট কিটস ও নেভিস | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 3 মাস | বিনামূল্যে |
| 39 | সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 40 | ট্রিনিডাড ও টোবাগো | ক্যারিবীয় | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 41 | সোমালিয়া | আফ্রিকা | ভিসা ফ্রি | 90 দিন | বিনামূল্যে |
| 42 | কিউবা | ক্যারিবীয় | অন-অ্যারাইভাল | 30 দিন | ২৫ ডলার |
| 43 | থাইল্যান্ড | এশিয়া | অন-অ্যারাইভাল | 15 দিন | ২০০ টাকা |
| 44 | কম্বোডিয়া | এশিয়া | অন-অ্যারাইভাল | 30 দিন | ৩০ ডলার |
| 45 | ভিয়েতনাম | এশিয়া | অন-অ্যারাইভাল | 30 দিন | ২৫ ডলার |
| 46 | লাওস | এশিয়া | অন-অ্যারাইভাল | 30 দিন | ১৫০ বাথ |
| 47 | মায়ানমার | এশিয়া | অন-অ্যারাইভাল | 28 দিন | ৫০ ডলার |
| 48 | মিশর | আফ্রিকা | অন-অ্যারাইভাল | 30 দিন | ২৫ ডলার |
এশিয়ার ভিসা ফ্রি ৬টি দেশ
এশিয়ার মধ্যে এমন ৬টি দেশ রয়েছে যেগুলোতে আমরা কোন ধরনের ভিসা ছাড়াই সহজে যেতে
পারে। এই দেশগুলো আমাদের বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এই সকল দেশে গেলে আমরা অনেক
সুবিধা পেতে পারি।
১। ভুটান
প্রথমে রয়েছে আমাদের নিকটবর্তী দেশ ভুটান। ভুটানের হিমালয় পর্বতমালার কথা
সবাই জানে এবং প্রতিবছর ভুটানে হিমালয় পর্বতমালা দেখার জন্য হাজার হাজার পর্যটক
আসে। এছাড়া ভুটানের বিভিন্ন প্রাচীন সভ্যতা এবং প্রাকৃতিক পরিবেশ
পর্যটকদের মুগ্ধ করে। আপনার যদি অন্যান্য দেশে ঘোরার ইচ্ছা থাকে তাহলে
অবশ্যই ভুটানে যেতে পারেন। কোন ধরনের ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভুটানে
গিয়ে ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন।
২। ইন্দোনেশিয়া
আপনারা হয়তো অনেকেই ইন্দোনেশিয়া দেশের সাথে পরিচিত, বিশ্বের বৃহত্তম
দ্বীপপুঞ্জের যেখানে বালি, জাভা, সুমাত্রা, কালিমান্তানসহ হাজার হাজার সুন্দর
দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়া অনেকগুলো বড় বড় দ্বীপের সমন্বয়ে তৈরি একটি দেশ।
ইন্দোনেশিয়ার প্রাকৃতিকভাবে অনেক সুন্দর এবং ইন্দোনেশিয়ার দুর্দান্ত সৈকত,
আগ্নেয়গিরি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি অনেকের প্রিয়। বাংলাদেশ থেকে অতি সহজেই
কোনো ভিসা ছাড়া ইন্দোনেশিয়াতে ভ্রমণ করা যায়। আপনি যদি এরকম একটি দেশে
ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়া আপনার জন্য একটি সেরা হতে পারে।
৩। মালদ্বীপ
মালদ্বীপের কথা আমরা সকলেই শুনেছি, মালদ্বীপে কেই বা না যেতে চাই। অনেকের জন্য
মালদ্বীপে যাওয়া একটি স্বপ্ন। মালদ্বীপ তার বিলাসবহুল সমুদ্র সৈকত এজন্য জন্য
অনেক বিশ্ববিখ্যাত। এখানে বেশিরভাগ পর্যটক তাদের ছুটির দিন কাটানোর জন্য গিয়ে
থাকে। মালদ্বীপ সাধারণত ভাবে একটি দ্বীপ যেটি পানির উপরে ভেসে থাকে। আপনারা যদি
ছুটির দিন কাটানোর জন্য সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাহলে মালদ্বীপ আপনার জন্য
একটি সেরা জায়গা হতে পারে। কোন ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে আপনারা ৩০ দিনের জন্য
মালদ্বীপে থাকতে পারবেন।
৪। নেপাল
বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ নেপাল এশিয়ার একটি অন্যতম পর্যটন কেন্দ্র।
কাঠমান্ডু উপত্যকা, পোখরা, এবং এভারেস্ট অঞ্চল নেপালের সবচেয়ে জনপ্রিয় জায়গা
গুলোর মধ্যে প্রধান। নেপালের হিমালয়ের কথা আমরা সবাই জানে, প্রতিবছর হাজার হাজার
মানুষ নেপালে ট্রাকিং করার জন্য আসে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক এবং প্রাচীন স্থান
রয়েছে যেগুলো দেখার জন্য প্রতিবছর অনেকেই নেপাল ভ্রমণ করে। আপনি বাংলাদেশ থেকে
নেপালে গিয়ে ১৫০ দিন পর্যন্ত কোন ভিসা ছাড়াই থাকতে পারবেন।
৫। শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ভারত মহাসাগরের একটি সুন্দর দ্বীপদেশ, যাকে অনেকেই এক অনন্য রত্ন বলে।
এখানে আছে প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি, মনোরম সৈকত আর সবুজে ভরা পাহাড়ি এলাকা।
কলম্বো, ক্যান্ডি ও নুওয়ারা এলিয়া পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থান। চা বাগান,
সিগিরিয়া রক আর গালে দুর্গ শ্রীলঙ্কার বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। আপনি যদি
বাংলাদেশ থেকে শ্রীলংকা যেতে চান তাহলে ৩০ দিন ভিসা ছাড়াই সহজে শ্রীলঙ্কা ঘুরে
দেখতে পারবেন।
৬। পূর্ব তিমুর
পূর্ব তিমুর তুলনামূলকভাবে নতুন কিন্তু খুবই শান্ত ও সুন্দর একটি ভ্রমণস্থান।
এখানে রয়েছে পরিষ্কার সমুদ্র সৈকত, মনোরম প্রাকৃতিক দৃশ্য আর নিজস্ব সংস্কৃতি।
যারা প্রকৃতি ও শান্ত পরিবেশে ঘোরতে পছন্দ করেন, তাদের জন্য এটি দারুণ উপযোগী
একটি দেশ। বাংলাদেশি নাগরিকরা ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই পূর্ব তিমুরে থাকতে
পারবেন। বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ গুলার মধ্যে এশিয়া সকল দেশগুলো আমাদের সব থেকে নিকটস্থ দেশগুলোর মধ্যে রয়েছে।
আফ্রিকার ভিসা ফ্রি ১৬টি দেশ
আফ্রিকা মহাদেশের বাংলাদেশ থেকে ১৬ টি দেশে সম্পূর্ণভাবে ভিসা ছাড়াই যাওয়া
যায়। আফ্রিকা অনেকের একটি প্রিয় ভ্রমণের জায়গা, এখানে রয়েছে বিশাল সাফারি
পার্ক, বিরল বন্যপ্রাণী, মরুভূমি, সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন উপজাতি
সংস্কৃতি সহ ঐতিহাসিক স্থান। আফ্রিকার প্রতিটা দেশে আপনাকে আলাদা আলাদা অনুভব
দিয়ে থাকে, একটি দেশ আরেকটি দেশের তুলনায় অনেকটাই ভিন্ন এবং আপনার যদি
বন্যপ্রাণী দেখার ইচ্ছা থাকে তাহলে এই দেশগুলো আপনার জন্য সেরা হতে পারে।
আফ্রিকার ভিসা ফ্রি দেশগুলি হলোঃ
- ১। বেনিন
- ২। বুরকিনা ফাসো
- ৩। কঙ্গো
- ৪। কোট ডি আইভোয়ার
- ৫। গিনিয়া-বিসাউ
- ৬। কেনিয়া
- ৭। লেসোথো
- ৮। লাইবেরিয়া
- ৯। মালাউই
- ১০। মোজাম্বিক
- ১১। নামিবিয়া
- ১২। সিয়েরা লিওন
- ১৩। সোমালিয়া
- ১৪। টোগো
- ১৫। উগান্ডা
- ১৬। জাম্বিয়া।
এই দেশগুলোতে আপনি কোন ধরনের ভিসা ছাড়াই যেতে পারবেন। এগুলোর মধ্যে কেনিয়া এবং
উগান্ডা অত্যন্ত জনপ্রিয়। কেনিয়ায় রয়েছে মাসাই মারা জাতীয় সংরক্ষণ এলাকা
যেখানে প্রতি বছর প্রাণী মাইগ্রেশন ঘটে, যা বিশ্বের সবচেয়ে চমৎকার প্রাকৃতিক
দৃশ্য। উগান্ডায় গরিলা ট্রেকিং এবং পক্ষী পর্যবেক্ষণ অনেকের প্রিয়।
ওশেনিয়া অঞ্চলের ভিসা ফ্রি ৮টি দেশ
আপনার হয়তো অনেকে জানেন ওশেনিয়া একটি মহাসাগরীয় অঞ্চল। বাংলাদেশ থেকে
ওশেনিয়ার মোট আটটি দেশে আমরা অতি সহজেই কোনো ধরনের ভিসা ছাড়া যেতে পারি, সেই
দেশগুলো হলোঃ
- ১। কুক আইল্যান্ডস
- ২। ফিজি
- ৩। কিরিবাটি
- ৪। মাইক্রোনেশিয়া
- ৫। নিউই
- ৬। সামোয়া
- ৭। টুভালু
- ৮। ভানুয়াটু
এই দেশগুলো মূলত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, এখানে রয়েছে সমুদ্র সৈকত আর
দ্বীপের ঐতিহ্য ও সংস্কৃতি। এই দেশগুলো তাদের বিলাসবহুল রিসোর্ট এবং অসাধারণ
ভ্রমণ অভিজ্ঞতার জন্য খুবই জনপ্রিয়। আপনার যদি গভীর সমুদ্রে ডাইভিং,
স্নরকেলিং এবং সামুদ্রিক জীবন উপভোগ করার করার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য
এই দেশগুলি দারুণ একটি জায়গা হতে পারে।
ক্যারিবীয় অঞ্চলের ভিসা ফ্রি ১২টি দেশ
ক্যারিবীয় অঞ্চলে বাংলাদেশ থেকে বারোটি দেশে সম্পূর্ণভাবে ভিসা ছাড়াই যাওয়া
যায়।
ক্যারিবীয় অঞ্চলের ভিসা ফ্রি দেশগুলি হলো:
- ১। ভার্জিন আইল্যান্ডস
- ২। ডমিনিকা
- ৩। গ্রেনাডা
- ৪। হাইতি
- ৫। জামাইকা
- ৬। মন্টসেরাট
- ৭। সেন্ট কিটস
- ৮। নেভিস
- ৯। সেন্ট ভিনসেন্ট
- ১০। গ্রেনাডাইনস
- ১১। ট্রিনিডাড
- ১২। টোবাগো।
এই দেশগুলি ক্যারিবীয় সমুদ্রের অন্যতম সুন্দর দ্বীপ রাষ্ট্র। এখানে রয়েছে সাদা
বালির সৈকত, প্রাণবন্ত নাইটলাইফ এবং সমৃদ্ধ স্থানীয় সংস্কৃতি।
অন-অ্যারাইভাল ভিসা সুবিধা
অন-অ্যারাইভাল ভিসা বলতে আপনি সেই দেশে পৌঁছানোর পরে সেখানেই ভিসা পাবেন। আপনি
অতি সহজেই বিমানবন্দরে পৌঁছানোর পরে ভিসা কাউন্টারে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে
আবেদন করার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা তৈরি করে দেয়।
অন-অ্যারাইভাল ভিসার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশ থেকে
থাইল্যান্ডে যাওয়ার জন্য অনেক সহজেই ১৫ দিনের অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়।
থাইল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আপনার শুধুমাত্র ২০০ টাকার মত খরচ হতে পারে।
থাইল্যান্ডের মতো দেশগুলো ভ্রমণ করা অত্যন্ত সহজ এবং সুবিধাজনক।
অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ দেশ হলোঃ
- ১। থাইল্যান্ড
- ২। কম্বোডিয়া
- ৩। ভিয়েতনাম
- ৪। লাওস
- ৫। মায়ানমার
- ৬। দক্ষিণ কোরিয়া
- ৭। ইরান
- ৮। জর্ডান
- ৯। মরক্কো
- ১০। মিশর
- ১১। কিউবা
- ১২। বলিভিয়া
এছাড়াও আরো বিভিন্ন দেশ অন-অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে।
ফ্রি ভিসাই ভ্রমণের সুবিধা এবং অসুবিধা
ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় গ্রহণ করা অনেকগুলো সুবিধা রয়েছে যেমন আপনি
যেকোনো সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে দেশগুলোয় ভিসা ছাড়া যেতে পারবেন। ভিসার জন্য
আবেদন করে ভিসা অ্যাপ্রভ হওয়ার অপেক্ষা করতে হয় না এবং ভিসা তৈরির জন্য কোন
অতিরিক্ত ফ্রি দিতে হয় না।
ফ্রি ভিসায় ভ্রমণের কিছু অসুবিধার মধ্যে রয়েছে আপনি কোন দেশে সাধারণত
২১ থেকে ৯০ দিনের বেশি থাকতে পারবেন না। আপনার পার্সোনাল কোন
কাজ এর জন্য এই ভিসা ব্যবহার করতে পারবেন না। এছাড়াও ইমিগ্রেশন
অফিসারদের আপনার কোন প্রশ্ন করার অধিকার থাকবে না যদি তাদের আপনাকে
সন্দেহজনক মনে হয় তাহলে আপনার ভিসা বাতিল ও করে দিতে পারে।
লেখকের শেষ কথা
আপনার যদি বিভিন্ন দেশে ঘোরতে অনেক ভালো লাগে তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে
ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ গুলোই ঘুরে দেখতে পারেন। কেননা এই দেশগুলোই
যেতে বাংলাদেশ থেকে কোন ভিসার প্রয়োজন হয় না। ভিসা আবেদনের সকল ঝামেলা
ছাড়াই আপনি অতি সহজেই এই দেশগুলো থেকে ঘুরে আসতে পারবেন। পরিবারের সাথে ছুটি
কাটানোর জন্য এই দেশগুলো সেরা হতে পারে। প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে এই
পোস্টটি লেখা আপনাদের যদি এ পোস্টটি সহায়ক মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে
একটি শেয়ার করুন যেন তারাও জানতে পারে ভিসা ফ্রি এবং অন-অ্যারাইভাল ভিসার
মধ্যে পার্থক্য, বাংলাদেশ থেকে ভিসা ফ্রি যাওয়া যায় এমন ৪৮টি দেশ, এশিয়ার ভিসা
ফ্রি ৬টি দেশ, আফ্রিকার ভিসা ফ্রি ১৬টি দেশ, ক্যারিবীয় অঞ্চলের ভিসা ফ্রি ১২টি
দেশ, অন-অ্যারাইভাল ভিসা সুবিধা, ফ্রি ভিসাই ভ্রমণের সুবিধা এবং অসুবিধা ইত্যাদি।



টেক সমাজের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url