২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন

২০২৫ সালে কোন স্কিল শিখলে দ্রুত অনলাইন ইনকাম করা যাবে
প্রতিবছর বিভিন্ন টেক কোম্পানি তাদের নতুন ফোনে আরও উন্নত ক্যামেরা ও ফিচার যুক্ত করে। আপনার যদি ছবি তুলতে অনেক ভালো লাগে এবং আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে আপনার অবশ্যই জানা প্রয়োজন ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন কোনগুলো।
২০২৫-সালের-৫-টি-সেরা-ক্যামেরার-ফোন
২০২৫ সালে বাজারে অনেকগুলো ক্যামেরার ফোন এসেছে যেগুলোর ক্যামেরার বিভিন্ন ফিচার রয়েছে। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তাহলে এগুলোর মধ্যে সেরা ক্যামেরার ফোন সম্পর্কে আপনার জানা প্রয়োজন যা আমরা আজকের আর্টিকেলে বিস্তারিত জানাবো।

পোস্ট সূচীপত্রঃ ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন

২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন

২০২৫ সালের বাজারে অনেকগুলো কোম্পানির নতুন নতুন ফোন বের হয়েছে তাদের মধ্যে ক্যামেরার দিক থেকে সেরা পাঁচটি ফোন বাছাই করা সহজ নয়। তবে ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন গুলোর মধ্যে রয়েছে।
  • ১। Apple iPhone 17 Pro Max
  • ২। Samsung Galaxy S25 Ultra
  • ৩। Google Pixel 10 Pro XL
  • ৪। Xiaomi 15 Ultra
  • ৫। Samsung Galaxy Z Fold 7
এগুলো হলো ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন। তবে আপনার জন্য কোনটি সেরা সেটি বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে যেমন আপনার বাজেট, আপনার ফটোগ্রাফি স্টাইল, আপনার কোন ধরনের ওজন বা সাইজের ফোন পছন্দ এবং ফোনের ব্যাটারি লাইফ ইত্যাদি। আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করার জন্য পাঁচটি সেরা ফোনের সকল তথ্য নিচে দেওয়া হল।
২০২৫-সালের-৫-টি-সেরা-ক্যামেরার-ফোন-কোনটি

Apple iPhone 17 Pro Max

আইফোন ১৭ প্রো ম্যাক্স ২০২৫ সালের সবচেয়ে সেরা ক্যামেরার ফোন গুলোর মধ্যে একটি। আপেলের প্রতিটি ফোন বিশেষ করে ক্যামেরার উপরে ফোকাস দিয়ে তৈরি করা হয়ে থাকে এজন্য ক্যামেরার দিক থেকে তাদের ফোনগুলো সেরা হয়ে থাকে। আইফোন ১৭ প্রো ম্যাক্সে আগের বছরগুলোর তুলনায় ক্যামেরায় বড় ধরনের আপগ্রেড আনা হয়েছে। আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন বা সাধারণ ইউজার আপনার জন্য আইফোন ১৭ প্রো ম্যাক্স একটি সেরা ফোন হতে পারে।

ক্যামেরা স্পেসিফিকেশনঃ

  • ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা
  • ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা
  • ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
আইফোন ১৭ প্রো ম্যাক্স এর বিশেষ কিছু ফিচারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ৮x অপটিক্যাল জুম যেটি অন্যান্য আইফোনের তুলনায় অনেকটাই বেশি। আইফোন ১৭ প্রো ম্যাক্স এর ৮x শক্তিশালী জুমের মাধ্যমে আপনার দূর থেকে অসাধারণ ছবি তুলতে পারবেন।
আইফোন ১৭ প্রো ম্যাক্সের ছবির কোয়ালিটি কথা বলতে গেলে এক কথায় এটি অসাধারণ। আইফোনের ছবিগুলো প্রতিটি হাই কোয়ালিটির রঙিন এবং একদম পারফেক্ট। বিশেষভাবে লোলাইট বা রাত্রেও আইফোন দিয়ে অসাধারণ ছবি তোলা যায় যেগুলো দিনের মতো ক্লিয়ার আসে। এছাড়া ভিডিওর দিকেও আইফোন এর কোন তুলনা নেই, আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে ক্যামেরার মত ProRes RAW ভিডিও রেকর্ড করা যায়। এছাড়াও আইফোন ১৭ প্রো ম্যাক্স দিয়ে ৪K 120fps স্লো মোশন ভিডিও তুলতে পারবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, বা আপনার যদি ভিডিওগ্রাফি পছন্দ হয়ে থাকে তাহলে আইফোন ১৭ প্রো ম্যাক্স এর ভিডিও ফিচারটি আপনার অবশ্যই ব্যবহার করে দেখা উচিত।

আপনি যেন বেশি সময় ধরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন এই জন্য আইফোন ১৭ প্রো ম্যাক্স এর মধ্যে নতুন অ্যালুমিনিয়াম বডিতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে যা ফোনকে ঠান্ডা রাখে। এর মানে আপনি দীর্ঘক্ষণ ফটো বা ভিডিও শুট করলেও ফোন গরম হবে না। এছাড়া ব্যাটারি দিক থেকেও আইফোন ১৭ প্রো ম্যাক্স অন্যান্য আইফোনগুলো থেকে অধিক সময় ব্যাকআপ দিয়ে থাকে যার মাধ্যমে আপনি সারাদিন ছবি তুললেও ফোনে চার্জ শেষ হবে না।

Samsung Galaxy S25 Ultra

আইফোন ১৭ প্রো ম্যাক্স কে যদি কেউ ক্যামেরার দিক থেকে টক্কর দিতে পারে তাহলে সেটি হবে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা। এমনও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আইফোনকে ছবির কোয়ালিটির দিক থেকে পিছে ছাড়িয়ে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস ২৫ যে আসলেই অসাধারণ এবং রঙিন ছবি তোলা যায়। যারা প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে তারা অনেকেই স্যামসাং গ্যালাক্সি এস ২৫ ব্যবহার করে থাকেন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ২৫ বিশ্ববিখ্যাত তার ১০০x জুমের জন্য।

ক্যামেরা স্পেসিফিকেশনঃ

  • ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা
  • ৫০ মেগাপিক্সেল ৫x পেরিস্কোপ টেলিফটো
  • ১০ মেগাপিক্সেল ৩x টেলিফটো
  • ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এর বিশেষ ফিচারের মধ্যে প্রথমেই রয়েছে ১০০x জুম যা আর অন্য কোন ফোনে পাওয়া যায় না। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস ২৫ লো লাইট বা রাত্রেও অনেক ভালো ছবি তুলে দেই। অনেক ফটোগ্রাফাররা বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ ব্যবহার করে থাকেন স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এর রঙিন ছবি তোলার ফিচারের জন্য। আপনি যদি ছবি এডিট করার অভ্যাস থাকে তাহলে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ এর AI ফিচারগুলোর মাধ্যমে আপনি অতি সহজেই আপনার ইমেজ এডিট করতে পারবেন।

Google Pixel 10 Pro XL

আপনার হয়তো গুগল পিক্সেল ফোনের নাম অনেকেই শুনেছেন, বিশেষ করে ফটোগ্রাফির জন্য এটি অনেক জনপ্রিয়। গুগল পিক্সেলে অনেকগুলো AI ফিচার রয়েছে যেগুলো ফটোগ্রাফিকে অন্য একটি পর্যায়ে নিয়ে যায়। গুগল পিক্সেলে নাইট মোড এর মাধ্যমে রাতে অনেক হাই কোয়ালিটির ছবি তোলা যায়।

ক্যামেরা স্পেসিফিকেশনঃ

  • ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড
  • ৪৮ মেগাপিক্সেল ৫x পেরিস্কোপ টেলিফটো
  • ৪২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
গুগল পিক্সেল এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে এটি অনেক হাই কোয়ালিটিতে ইমেজ প্রসেসিং করতে পারে, AI এর মাধ্যমে ইমেজ এড করা যায় যে কোন কিছু ম্যাজিক এরেজার দিয়ে মুছে ফেলা যায় বা নতুন কিছু এড করা যায়। এছাড়াও গুগল পিক্সেল এর পোর্ট্রেট মোড অন্যান্য ফোনে তোলার তুলনায় অনেকটাই ন্যাচারাল ভাবে কাজ করে। গুগল পিক্সেল এ সব থেকে ভালো সুবিধা হলো সেটিং এ তেমন কিছু করার প্রয়োজন হয় না আপনি যে কোন ভাবেই ছবি তুলুন সবসময় একটি পারফেক্ট ছবি পাবেন।

গুগল পিক্সেল এদিক থেকে সেরা যে আপনি প্রতিবার একই রকম ছবি পাবেন অন্য ফোনের মত না যে কখনো খারাপ ছবি আসবে এবং কখনো ভালো, গুগল পিক্সেল এদিক থেকে সেরা। তবে গুগল পিক্সেল এর কিছু খারাপ দিক হলো এর প্রসেসর একটু স্লো যার কারণে আপনি কখনো কখনো ল্যাগ অনুভব করতে পারেন বিশেষ করে হাই রেজুলেশনের ছবি তোলার সময় বা ভারি কোন অ্যাপ চালানোর সময়।

Xiaomi 15 Ultra

শাওমি ১৫ ২০২৫ সালের একটি অন্যতম সেরা ফোন ক্যামেরার দিক থেকে। এর ডিজাইন, পারফরম্যান্স এবং ক্যামেরার কোয়ালিটি সবগুলাই সেরা এটার জন্য একে ২০২৫ সালের সেরা ফোন বলা যেতে পারে। অনেকেই তাদের সাধারণ ব্যবহার এবং ফটোগ্রাফির জন্য শাওমি ১৫ ব্যবহার করে থাকে।

ক্যামেরা স্পেসিফিকেশনঃ

  • ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড
  • ৫০ মেগাপিক্সেল ৩.২x টেলিফটো
  • ৫০ মেগাপিক্সেল ৫x পেরিস্কোপ টেলিফটো
  • ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
শাওমি ১৫ এ বিশেষ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে অনেক প্রফেশনাল ছবি তোলা সম্ভব। এছাড়া ফটোগ্রাফারদের জন্য একটি প্রফেশনাল মোড রয়েছে যেটি ব্যবহার করার মাধ্যমে আপনারা অতি সহজেই হাই কোয়ালিটি ছবি তুলতে পারবেন। শাওমি ১৫ এর ১-ইঞ্চ টাইপ মেইন সেন্সর এ ফোনকে ২০২৫ সালের অন্যান্য ফোনের তুলনায় আলাদা করে। কেননা এত বড় সেন্সর কখনো ক্যামেরাতে ব্যবহার হয় না শাওমি ১৫ তে শুধু এই সেন্সর রয়েছে। যা হাই কোয়ালিটি ছবি তোলার জন্য সাহায্য করে।

শাওমি ১৫ পারফরমেন্স এর দিক থেকেও অনেকটা উন্নত। এর মধ্যে রয়েছে Snapdragon 8 Elite চিপসেট যা এই ফোনকে অনেক শক্তিশালী করে তোলে। ফটোগ্রাফির পাশাপাশি এই ফোন দিয়ে আপনি গেমিং ও করতে পারবেন।

Samsung Galaxy Z Fold 7

সকল ফোল্ড ফোনের মধ্যে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ সবচেয়ে সেরা এবং আধুনিক। এটি এস২৫ আল্ট্রার মতো ক্যামেরা কোয়ালিটি দিয়ে থাকে যার জন্য ক্যামেরার দিক থেকে এটা একটি সেরা ফোন। এছাড়াও গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ব্যবহার করার মাধ্যমে আপনার একটি ট্যাবের মত বড় ডিসপ্লে ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা স্পেসিফিকেশনঃ

  • ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা
  • ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড
  • ৫০ মেগাপিক্সেল ৫x টেলিফটো
  • ১০ মেগাপিক্সেল কভার স্ক্রিন সেলফি ক্যামেরা
  • ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
গ্যালাক্সি জেড ফোল্ড ৭ অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলো আপনি এটিকে ভাঁজ করে যে কোন অ্যাঙ্গালে দাঁড় করাতে পারবেন এবং ট্রাইপড ছাড়াই সেলফি তোলার জন্য এটি সেরা। গ্যালাক্সি জেড ফোল্ড ৭ এর বড় স্ক্রিনে আপনি ছবি তোলার পাশাপাশি AI ব্যবহার করে ছবি এডিট করতে পারবেন। গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ছবি তোলার জন্য অসাধারণ একটি ফোন রঙিন এবং হাই কোয়ালিটির ছবি তুলে থাকে। এবং এর ৫x টেলিফটো ক্যামেরা দূরের ছবি তুলতে দুর্দান্ত কাজ করে।
আপনার-কোন-ক্যামেরা-ফোনটি-নেওয়া-উচিত

আপনার কোন ক্যামেরার ফোনটি নেওয়া উচিত

২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন এর কথা শুনে আপনার হয়তো অনেকেই বিভ্রান্ত যে কোন ফোনটি নিলে আপনার জন্য ভালো হবে। এটা নির্বাচন করা আসলে কঠিন তবে আপনি অতি সহজেই এটি নির্বাচন করতে পারবেন। এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আপনার বাজেট, আপনার ফটোগ্রাফি স্টাইল, আপনার ইকোসিস্টেম, ব্যাটারি লাইফ এবং আপনি কোন সাইজ বা ওজনের ফোন পছন্দ করেন তার উপরে।
ফোন কেনার আগে প্রথমে আপনার বাজেট ঠিক করা অত্যন্ত প্রয়োজন আপনার কম বাজেটে থাকলে গুগল পিক্সেল আপনার জন্য ভালো হতে পারে, একটু বেশি বাজেট থাকলে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা বা শাওমি ১৫ আল্ট্রা নিতে পারেন, আর বেশি দামের মধ্যে আইফোন ১৭ প্রো ম্যাক্স অথবা গ্যালাক্সি জেড ফোল্ড ৭ বেছে নিতে পারেন। কোন ধরনের ছবি তুলতে পছন্দ করেন সেটাও গুরুত্বপূর্ণ, পোর্ট্রেটের জন্য Pixel সবচেয়ে ভালো, ল্যান্ডস্কেপ বা নেচারের জন্য আইফোন ১৭ প্রো ম্যাক্স বা শাওমি ১৫, আর দূরের জুম ছবির জন্য স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা সেরা। আপনি যদি অ্যাপলের ডিভাইস ব্যবহার করেন, তাহলে আইফোন ১৭ প্রো ম্যাক্স নিতে পারেন। স্যামসাং ইকোসিস্টেম ব্যবহার করলে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা, আর আপনি যদি গুগল সার্ভিস বেশি ব্যবহার করলে গুগল পিক্সেল আপনার জন্য বেশি সুবিধাজনক হতে পারে। ফোনের সাইজও আপনার বিবেচনা করা উচিত হালকা ফোন চাইলে গুগল পিক্সেল, বড় স্ক্রিন চাইলে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা, আর সবচেয়ে বড় ডিসপ্লে চাইলে গ্যালাক্সি জেড ফোল্ড ৭ আপনার জন্য সেরা। ব্যাটারি লাইফের দিক থেকে আইফোন ১৭ প্রো ম্যাক্স সবচেয়ে দীর্ঘ সময় চলে, আর আইফোন ১৭ প্রো ম্যাক্স বা শাওমি ১৫ মাঝারি ব্যবহারে ভালো পারফর্ম করে। বাজেট, ছবি তোলার অভ্যাস, ডিভাইসের সাইজ এবং ব্যাটারি সব মিলিয়ে যেটা আপনার প্রয়োজনের সাথে মিলে সেটাই আপনার জন্য সেরা ফোন।

লেখকের শেষ কথা

আশা করি আপনারা জানতে পেরেছেন ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন গুলোর ব্যাপারে। এবং আপনার জন্য কোনটি সেরা হতে পারে সেটা হয়তো জানতে পেরেছেন আমাদের আর্টিকেল থেকে। তবে মনে রাখতে হবে ভালো ক্যামেরার ফোন কিনলে আপনি ভালো ছবি তুলতে পারবেন না আপনাকে ছবি তোলার প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে এবং সময়ের সাথে সাথে আপনি একটি ভালো ফটোগ্রাফার হতে পারবেন। প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে এই পোস্টটি লেখা আপনাদের যদি এ পোস্টটি সহায়ক মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটি শেয়ার করুন যেন তারাও জানতে ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন এর ব্যাপারে সকল তথ্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেক সমাজের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url