ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
২০২৫ সালে কোন স্কিল শিখলে দ্রুত অনলাইন ইনকাম করা যাবে
আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে পোস্ট করার মাধ্যমে অনেকেই সেখানে থেকে আয় করছে।
অনেকে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে টাকা ইনকাম করতে চান তবে ফেসবুকে কত ফলোয়ার
হলে টাকা পাওয়া যায় এ বিষয়টা জানেন না।
ফেসবুকে পোস্ট করার মাধ্যমে ইনকাম করা অনেক সহজ যদি আপনি সঠিক নিয়ম জেনে
থাকেন।আজকের আর্টিকেলে আপনাদেরকে জানাবো ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া
যায়, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, ফেসবুকে কিভাবে পোস্ট করলে
ইনকাম হয় ইত্যাদি।
পোস্ট সূচীপত্রঃ ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
আপনারা অনেকে মনে করেন যে ফেসবুকে শুধু ফলোয়ার থাকলেই আপনারা পোস্ট করার মাধ্যমে
ইনকাম করতে পারবেন। তবে এ বিষয়টা সম্পূর্ণভাবে ভুল, ফেসবুকে ইনকাম করার জন্য
আপনার পোস্ট গুলোই ভিউজ থাকতে হবে, কমেন্ট থাকতে হবে এবং শেয়ার থাকলে
আরো ভালো। তবে ফেসবুকে ফলোয়ারের সংখ্যাটা মনিটাইজেশনে অনেক সাহায্য করতে
পারে। ফেসবুকে মনিটাইজেশন চালু করে ইনকাম করার জন্য আপনার প্রয়োজন
১০ হাজার ফলোয়ার। আপনার যদি ফেসবুকে ১০ হাজার ফলোয়ার থেকে এবং আপনার
পোস্ট গুলোই মোটামুটি ভিউজ থাকে তাহলে আপনি অনেক সহজেই ফেসবুক থেকে টাকা ইনকাম
করতে পারবেন।
ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় এটা জানার পাশাপাশি ওয়াচ টাইম
সম্পর্কেও আপনার জানা প্রয়োজন। কেননা ফেসবুক মনিটাইজেশনের জন্য
১০ হাজার ফলোয়ারের সাথে ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম প্রয়োজন। এই
নাম্বারটি আপনাদের অনেক বড় মনে হতে পারে তবে নিয়মিত ভিডিও তৈরি করার মাধ্যমে
আপনারা অনেক সহজেই এটি পূরণ করতে পারবেন। ধরেন আপনি একটি ১০ মিনিটের ভিডিও
বানালেন এবং সেই ভিডিও ১০০ জন দেখল, এভাবে আপনি ১০০০ মিনিট ওয়াচ টাইম
পেয়ে গেলেন। তবে আমাদের এটি খেয়াল রাখতে হবে যে ফেসবুকে নিয়ম
অনুযায়ী গত ৬০ দিনের ওয়াচ টাইমই শুধু গণ্য করবে। এর মানে আপনার যদি
গত ৩-৪ মাসে ৬ লক্ষ মিনিট ওয়াচ টাইম থাকে তাহলে আপনি ফেসবুক
মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, আপনার গত ৬০ দিনের মধ্যেই ৬
লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে।
ফেসবুক থেকে কোন কোন মাধ্যমে টাকা আয় করা যায়
ফেসবুক থেকে বিভিন্নভাবে আয় করা যেতে পারে এর মধ্যে রয়েছে ভিডিও
অ্যাড, ফেসবুক স্টার্স, সাবস্ক্রিপশন, ব্র্যান্ডেড
কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফেসবুকে আপনি ছবি থেকেও ইনকাম
করতে পারবেন। ফেসবুকে ইনকাম করার জন্য আপনি আপনার পছন্দ এবং সুবিধা অনুযায়ী
যে কোন একটি উপায় বেছে নিতে পারেন। ফেসবুকে আয় করার উপায় করার মধ্যে সবথেকে
জনপ্রিয় হলো ভিডিও অ্যাড, কেননা এই মাধ্যমেই ফেসবুক থেকে সবচেয়ে বেশি
আয় করা সম্ভব। এজন্য আপনাদের জানা প্রয়োজন ফেসবুকে কত ফলোয়ার হলে
টাকা পাওয়া যায়।
ভিডিও অ্যাড সবচেয়ে সাধারণ এবং জনপ্রিয় পদ্ধতি গ্রহের মধ্যে একটি এবং এই
পদ্ধতির সাথে আমরা অনেকেই পরিচিত। আপনি যখন কোন ভিডিও দেখেন তখন মাঝেমাঝে
বিজ্ঞাপন আসে, এই বিজ্ঞাপনের মাধ্যমে যার ভিডিও সে আয় করে। তবে
এই পদ্ধতিতে ইনকাম করার জন্য আপনার ১০ হাজার ফলোয়ার্স এবং ৬ লক্ষ মিনিট
ওয়াচ টাইম থাকতে হবে। এগুলো প্রথমে পেতে অনেক কিছুটা সময় লাগতে
পারে, তবে এগুলো অর্জন করার পড়ে আপনারা মনিটাইজেশন এজন্য এপ্লাই
করলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এভাবে আপনি নিয়মিত ভিডিও
তৈরি করে ফেসবুকে দেওয়ার মাধ্যমে ভিডিও অ্যাড থেকে ইনকাম করতে
পারবেন। আপনি যদি ফেসবুকে একটি ভালো ফলোয়ারের সাথে পেজ তৈরি করতে পারেন
তাহলে এটি আপনার প্যাসিভ ইনকামে পরিণত হতে পারে।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক
স্টার্স। আপনারা যারা লাইভ ভিডিও দেখে থাকেন তারা অনেকেই ফেসবুক
স্টার্স নামটি সাথে পরিচিত। এই ফেসবুক স্টার্স টি
সাধারণত লাইভ স্ট্রিম এর সময় কাজে লেগে থাকে। যখন কেউ ফেসবুকে
লাইভ করে তখন তার দর্শকরা ভার্চুয়াল গিফট পাঠিয়ে থাকে এই
গিফটকে ফেসবুক স্টার্স বলা হয়ে থাকে। এই ফেসবুক স্টার্স গুলো
পাওয়ার মাধ্যমে ফেসবুক আমাদেরকে টাকা দিয়ে থাকে। আপনারা যত
বেশি স্টার্স পেতে পারবেন ফেসবুক আপনাকে তত বেশি টাকা দিবে। ফেসবুক
থেকে ইনকাম করার জন্য এর মাধ্যমটি অনেক জনপ্রিয় এবং সহজ। আপনি যদি একটি
ভালো ফলোয়ার বেস তৈরি করতে পারেন তাহলে অনেক সহজেই ফেসবুক স্টার্স থেকে
ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন
আপনার ফলোয়ার্সের জন্য সাবস্ক্রিপশন তৈরি করে সেখানে থেকে আয় করাও একটি
ভালো মাধ্যম হতে পারে। এর মাধ্যমে আপনার ফলোয়াররা প্রতি মাসে কিছু টাকা
দিয়ে আপনার সাবস্ক্রিপশন কিনে থাকে। তার বিনিময়ে আপনি তাদের জন্য বিশেষ
কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যা অন্যান্য ফলোয়ার্সরা দেখতে পারবে
না। আপনার যদি একটি ভালো পেজ থাকে এবং অনেকগুলো ফলোয়ার থাকে তাহলে এই
মাধ্যমটি আপনার জন্য সেরা হতে পারে। আপনি প্রতি মাসে সাবস্ক্রিপশন থেকে
সরাসরি আয় করতে পারবেন। তবে সাবস্ক্রিপশন অপশনটি চালু করার জন্য আপনার
চ্যানেল মনিটাইজড থাকতে হবে।
ফেসবুক থেকে আয় করার আরেকটি মাধ্যম হলো ছবি পোস্ট করা। ফেসবুক এই মাধ্যমটি
ইতিমধ্যে যোগ করেছে যে আপনারা ছবি আপলোড করার মাধ্যমেও টাকা উপার্জন করতে
পারবেন। আপনার পেজে বা ফেসবুক আইডিতে ছবি আপলোড করলে সেটা যদি অনেকে দেখে
তাহলে সেখানে থেকে আপনি টাকা পেতে পারবেন। অনেকে তাদের প্রোফাইলে
নিয়মিত ছবি পোস্ট করে থাকেন তাদের জন্য এই মাধ্যমটি হতে পারে।
ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়
আপনার হয়তো অনেককে দেখেছেন ফেসবুকে ছবি এবং ভিডিও পোস্ট করার মাধ্যমে টাকা ইনকাম
করে থাকে। অনেকেই জানতে চান ফেসবুক থেকে আসলে ও কত টাকা আয় করা সম্ভব এবং ফেসবুক
কিভাবে আমাদের টাকা দিয়ে থাকে। অন্যদের দেখে আপনার মনে হতে পারে ফেসবুকে
পোস্ট করার মাধ্যমে আমিও টাকা ইনকাম করতে পারব, তবে বাস্তবতা কিছুটা
আলাদা। ফেসবুক সহজেই কাউকে টাকা দেয় না, ফেসবুকে নিয়ম অনুযায়ী আপনার
ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ করার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে
পারবেন। এটা তেমনটাও কঠিন না আপনি নিয়মিত চেষ্টা করার মাধ্যমে ফেসবুক
থেকে টাকা নেওয়া হতে পারবেন।
ফেসবুকে আপনার পোস্টের ধরন এবং কতজন দেখেছে এটার উপরে নির্ভর করে ফেসবুক আপনাকে
টাকা দিয়ে থাকে। যেমন আপনি ভিডিও পোস্ট করছেন না রিলস নাকি ছবি
ইত্যাদি। আপনি যদি ফেসবুকে ভিডিও পোস্ট করেন এবং সেই ভিডিও যদি ১০০০ মানুষ
দেখে তাহলে আপনি $1 থেকে $5 পর্যন্ত পেতে পারেন। আর আপনি যদি
রিলস পোস্ট করেন তাহলে ফেসবুক আপনাকে প্রতি
১০০০ ভিউয়ে $0.80 থেকে $2.50 ডলার দিতে পারে। যদিও ছবির
ক্ষেত্রে টাকার সংখ্যাটি অনেক কম তবে প্রতি ১০০০ ছবির ভিউয়ে
ফেসবুক $0.008 থেকে $0.08 দিয়ে থাকে। তবে এগুলোর জন্য অবশ্যই
আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ মনিটাইজ থাকতে হবে।
আমাদের দেশে অন্যান্য দেশগুলোর তুলনায় ফেসবুক কম টাকা দিয়ে থাকে কেননা আমাদের
দেশে CPM কম। বাংলাদেশের ব্যবসায়ীরা কম পরিমাণে ফেসবুক এড দেয়
এবং তারা লো-বাজেট ad campaign দেয় যার ফলে এডস এর দামের প্রতিযোগিতা
কম, CPM কম। তবে আমেরিকা, কানাডা বা ইউরোপ এর মত উন্নত দেশগুলো থেকে
মানুষ যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনি অনেক বেশি টাকা পেতে
পারবেন। কারণ সেই সকল দেশে বাংলাদেশের তুলনায় CPM অনেক বেশি।
আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ১০ হাজার ফলোয়ারের বেশি থাকলেও ফেসবুক থেকে ইনকাম
করা যায় না। আপনার পোস্ট করা কন্টেন্ট কতজন দেখছে, কতক্ষণ দেখছে এবং
কমেন্ট এবং শেয়ারের উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি ১০ হাজার ফলোয়ারের
মাধ্যমে আপনার পেজকে অনেক সহজেই মনিটাইজ করতে পারবেন। তবে মনিটাইজ করলেই
আপনি ফেসবুক থেকে টাকা পাবেন এমনটা না। আপনাকে ফেসবুকে নিয়মিত পোস্ট করতে
হবে, যে বিষয়গুলো ট্রেন্ডিং চলছে সে সকল বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করতে
হবে এবং ফেসবুকে নিয়মিত একটিভ থাকতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে ইনকাম
করতে পারবেন।
কিভাবে ফেসবুক পেজ শুরু করবেন
আপনি যদি একটি ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করতে চান তাহলে সঠিক নিয়ম গুলো জানা
প্রয়োজন যার মাধ্যমে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। আপনি যদি ফেসবুক আইডি
থেকেও টাকা ইনকাম করতে চান তাহলে করতে পারেন। তবে আপনি ফেসবুক পেজ থেকেও টাকা
ইনকাম করতে পারেন যা আপনার নিজের প্রোফাইল থেকে আলাদা হয়ে থাকে। আপনি চাইলে একটি
ফেসবুক আইডি থেকে বিভিন্ন ফেসবুক পেজ তৈরি করতে পারেন। আপনার ব্যবসা বা কাজের ধরন
অনুযায়ী একটি আলাদাভাবে পেজ তৈরি করায় সেরা। আপনার ব্যবসার উপরে নির্ভর করে
একটি ভালো নাম দিয়ে পেজ তৈরি করতে পারেন, ভালো নাম দেওয়া অনেক জরুরী কারণ এটি
পরবর্তী চেঞ্জ করলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে।
আরো পড়ুনঃ ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন
এরপরে আপনি আপনার পেজে কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেটা ঠিক করতে
হবে। এটা হতে পারে আপনার লাইফ স্টাইল এর উপরে, ব্লক তৈরি করতে
পারেন, প্রযুক্তি সম্পর্কে ভিডিও, কোন কিছু শেখানোর জন্য ভিডিও অথবা
হতে পারে আপনার রান্নার রেসিপি ভিডিও। আপনি যে কোন বিষয়ে ভিডিও তৈরি করতে
পারেন তবে আপনার জন্য সেরা হবে পছন্দের একটি নিশ নির্বাচন করা। আপনি
যদি একটি নিশ এর উপরে গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার সফল হওয়ার
সম্ভাবনা অনেক বেশি। একটি নির্দিষ্ট নিশের উপরে ভিডিও তৈরি করার ফলে আপনি
সে নিশ থেকে বিভিন্ন নতুন ফলোয়ার্স পেতে পারেন। তবে এ কাজের জন্য
আপনার প্রয়োজন ধৈর্য, কেননা আপনি হয়তো প্রথমের কয়েক মাস তেমন কোনো
রেসপন্স নাও হতে পারেন। তবে নিয়মিত ভিডিও বা পোস্ট দেওয়ার মাধ্যমে আপনি
আপনার ফেসবুক পেজকে মনিটাইজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম
আপনি কিভাবে ফেসবুকে কন্টেন্ট তৈরি ও পোস্ট করেন সেটার উপরে অনেকটা নির্ভর করে যে
ভিডিও ভাইরাল হবে কিনা। এছাড়াও আপনার কন্টেন্ট নিয়মিত পোস্ট করার মাধ্যমে আপনি
অনেক ভালো ফলাফল পেতে পারেন। সেরা ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ টি
কন্টেন্ট পোস্ট করা অবশ্যই প্রয়োজন। এই কন্টেন্ট হতে পারে কোন ছবি, কোন ভিডিও
অথবা আপনার কোন লেখা, ফেসবুকে সব কিছুই পোস্ট করা যায়। তবে আপনার ব্যবসা বা আপনি
যে বিষয়ে ফেসবুক পেজ তৈরি করেছেন সেটা ভাইরাল করার জন্য ভিডিও তৈরি করা একটি
সেরা মাধ্যম হতে পারে। কারণ এখন অনেকেই লেখালেখি দেখার চেয়ে ভিডিও দেখতে পছন্দ
করে। বিশেষ করে অনেকেই এখন ফেসবুক রিলস দেখে থাকে। আপনি যদি লং ভিডিও তৈরি করতে
পছন্দ করেন তাহলে সেই লং ভিডিও কে পার্ট পার্ট আকারে রিয়েলস হিসেবেও আপলোড করে
দিতে পারেন। এতে যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে তারা আপনার ভিডিও দেখবেই এর
সাথে সাথে যারা রিলস দেখতে পছন্দ করে তারা আপনার কন্টেন্ট দেখতে পারবে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি
ফেসবুকে ইনকাম করা হয়তো শুনতে অনেক সহজ মনে হতে পারে তবে বাস্তবে এটা অনেক কঠিন।
আপনাকে ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুকে সকল বিধি-বিধান এবং নিয়ম অনুযায়ী
কন্টেন্ট তৈরি করতে হয়। যেন আপনার কন্টেন্ট এর মাধ্যমে ফেসবুকের কোন পলিসি ভঙ্গ
না হয়। যেমন আপনি যদি অন্য কারো তৈরি করা কন্টেন্ট নিজের ফেসবুক পেজে বা
প্রোফাইলে আপলোড করেন তাহলে সেটি ফেসবুক কপিরাইট কন্টেন্ট হিসেবে ধরবে। এর
ফলে আপনাকে হয়তো কয়েকবার সচেতন করতে পারে এবং পরবর্তীতে আপনার আইডির সাথে আপনার
পেজ ও নষ্ট হয়ে যেতে পারে।
এজন্য আপনার জন্য সেরা হবে নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করা। অন্যের ভিডিও
কপি করলে বা চুরি করলে আপনার সব কিছু শেষ। আপনার পেজ এবং আইডি বন্ধ হয়ে যাবে এবং
পরে আবার শুরু করা অনেক কঠিন হবে। তাই সবসময় আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করুন।
লেখকের শেষ কথা
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ধৈর্য রাখা। প্রথম তিন চার মাস আপনি কোনো টাকা
পাবেন না। মনে হবে, আমি এত কাজ করছি অথচ কিছুই পাচ্ছি না। এই সময়ে হাল ছেড়ে
দেবেন না। নিয়মিত কাজ করে যান। যখন একবার দশ হাজার ফলোয়ারে পৌঁছাবেন, তখন
দেখবেন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। টাকা আসতে শুরু করবে। প্রিয় পাঠক আপনাদের
সুবিধার্থে এই পোস্টটি লেখা আপনাদের যদি ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
পোস্টটি সহায়ক মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটি শেয়ার করুন যেন তারাও
জানতে পারে ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়, ফেসবুক থেকে কোন, কোন
মাধ্যমে টাকা আয় করা যায়, ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়, কিভাবে ফেসবুক পেজ
শুরু করবেন ,ফেসবুক পেজে পোস্ট করার নিয়ম,ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি।



টেক সমাজের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url