ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি
২০২৫ সালে কোন স্কিল শিখলে দ্রুত অনলাইন ইনকাম করা যাবে
আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে চান তবে ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে
১০টি বিষয় জানা জরুরি এই বিষয় সম্পর্কে তেমন জানেন না। ফ্রিল্যান্সিং করে সফল
হওয়ার জন্য আপনার এই বিষয়গুলো জানা অনেক প্রয়োজন।
বর্তমানে আধুনিক যুগে ফ্রিল্যান্সিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকেই
ফ্রিল্যান্সিং করার মাধ্যমে নিজেদেরকে ক্যারিয়ার গড়তে চাই। অনেকে
ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ঘরে কাজ করেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন, সঠিক
নিয়ম জানার মাধ্যমে আপনিও সেটা পারবেন।
পোস্ট সূচীপত্রঃ ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি
ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়
ফ্রিল্যান্সিং বলতে বোঝায় স্বাধীনভাবে কাজ করাকে। আপনি নির্দিষ্ট কোন অফিস বা
কোন স্থানে না গিয়ে সরাসরি বাসা থেকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করাকে
ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। আপনি নিজের ইচ্ছামত কাজের সময় নির্ধারণ করতে
পারবেন এবং যখন ইচ্ছা হবে তখন কাজ করতে পারবেন।
আপনারা হয়তো অনেকেই জানেন অনলাইনে ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবার, আপ
ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ডটকম ইত্যাদির মত বিভিন্ন মার্কেটপ্লেস
রয়েছে। যেগুলো সাইটে বিভিন্ন বিভিন্ন দেশের ক্লায়েন্ট তাদের কাজের জন্য
মার্কেটপ্লেসে পোস্ট করে থাকেন। আর ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং
অভিজ্ঞতার মাধ্যমে সেই সকল কাজ গুলো পেয়ে থাকেন, আপনি একটি সঠিক স্কিল
জানানোর মাধ্যমে বিদেশি ক্লায়েন্টের কাছে থেকে কাজ নিতে পারবেন। এই জন্য
ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি এ বিষয়ে গুরুত্ব দেওয়া
প্রয়োজন।
আপনারা যদি এ সকল মার্কেটপ্লেসে বিদেশি ক্লায়েন্টদের কাজ করতে পারেন তাহলে অনেক
সহজেই বিদেশী ডলার ইনকাম করতে পারবেন। আপনাদের কাজ শেষ হওয়ার সাথে
সাথেই ক্লায়েন্টরা পেমেন্ট করে দেয় মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনারা নিতে
পারবেন। এর মাধ্যমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না যার মাধ্যমে আপনি অনায়াসে
আপনার টাকা পেতে পারবেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে যে সকল কাজ রয়েছে সেগুলো
হলঃ
- গ্রাফিক ডিজাইন
- ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
- ডিজিটাল মার্কেটিং
- কন্টেন্ট রাইটিং
- ভিডিও এডিটিং
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- ডাটা এন্ট্রি
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
এই কাজগুলো ছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন কাজ
রয়েছে, তবে এই কাজগুলো মার্কেটপ্লেসে বেশি জনপ্রিয়। এ সকল কাজ
আপনি যদি শিখেন এবং একটি ভালো অভিজ্ঞতা নিতে পারেন তাহলে সহজেই ফ্রিল্যান্সিং
করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান তাহলে একটি ইউনিক স্কিল শিখতে পারেন
যার মাধ্যমে প্রথমের দিকে টাকা না পেলেও পরে ভালো পরিমাণে টাকা উপার্জন করতে
পারবেন।
ক্যারিয়ার গড়ার জন্য কোন স্কিল শিখবেন
ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য আপনার একটি সঠিক স্কিল ঠিক করা এবং সেই
স্কিল সম্পর্কে সবকিছু জানা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি কোন ভুল স্কিল
নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনার সফল হতে অনেক সময় লেগে যেতে পারে এবং দেখা
যাবে আপনি সেই স্কিল থেকে কোন ইনকাম করতে পারছেন না। আশা করি এখন বুঝতে
পারছেন একটি সঠিক স্কিল নির্বাচন করা আপনাদের জন্য কতটা
গুরুত্বপূর্ণ। একটি সঠিক স্কিন নিয়ে কাজ করার মাধ্যমে আপনারা সহজেই
অল্পসময়ে টাকা ইনকাম করতে পারবেন। তাই একটি সঠিক স্কিল নির্বাচন
করার আগে এ বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন।
আরো পড়ুনঃ ২০২৫ সালের ৫ টি সেরা ক্যামেরার ফোন
এটি সঠিক স্কিল নির্বাচন করার জন্য প্রথমে আপনার আগ্রহ এবং পছন্দের
বিষয়ের উপরে চিন্তা করুন। যদি আপনার ডিজাইনিং করতে ভালো লাগে তাহলে আপনি
গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখতে পারেন। আপনি যদি লেখালেখি পছন্দ
করেন তাহলে কন্টেন্ট রাইটিং স্কিলটি শেখা আপনার জন্য সেরা হতে পারে। আপনি
যদি এরপরও বুঝতে না পারেন যে কোন স্কিল টি আপনার জন্য সেরা হবে এবং সঠিক
স্কিল খুঁজতে আপনার সমস্যা হয় তাহলে আপনি দেখতে পারেন মার্কেটপ্লেসে কোন
ধরনের কাজের চাহিদা বেশি। আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে স্কিল
নির্বাচন করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবং আপনি
সহজেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন।
কোন মার্কেটপ্লেসে কাজ করবেন
ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো জনপ্রিয় মার্কেটপ্লেস সাইট রয়েছে তবে আপনার
জন্য একটি সঠিক মার্কেটপ্লেস সাইট বেছে না অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি
মার্কেটপ্লেসের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে, এজন্য আপনার স্কিল এবং
অভিজ্ঞতা অনুযায়ী সঠিক মার্কেটপ্লেস নির্বাচন করতে হবে।
যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন তাদের জন্য Fiverr একটি
ভালো প্ল্যাটফর্ম হতে পারে, কেননা Fiverr এ কাজ
পাওয়া অন্যান্য প্ল্যাটফর্ম এত তুলনায় সহজ। Upwork এবং
Freelancer.com এও চেষ্টা করতে পারেন তবে এখানে Fiverr এ তুলনায় কাজ
পাওয়া কিছুটা কঠিন কেননা এখানে বিভিন্ন অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা কাজ করে থাকে
এজন্য প্রতিযোগিতা বেশি। এর পাশাপাশি আপনি চাইলে Linked In এ একটি
প্রোফাইল তৈরি করতে পারবেন যার মাধ্যমে বিদেশী ক্লায়েন্টরা আপনার
সম্পর্কে জানতে পারবে যে আপনি কোন ধরনের কাজ করে থাকেন এবং সেখানে থেকেও কাজ
পেতে পারবেন।
আপনি কাজ করতে পারবেন এমন কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস গুলোর মধ্যে রয়েছেঃ
- Fiverr - নতুনদের জন্য সেরা, সহজে কাজ পাওয়া যায়
- Upwork - প্রফেশনাল কাজের জন্য সেরা, বেশী কাজ পাওয়া যায়
- Freelancer.com - বিভিন্ন ক্যাটাগরির কাজ পাওয়া যাই, তবে প্রতিযোগিতা বেশি
- PeoplePerHour - ইউরোপিয়ান ক্লায়েন্ট বেশি
- Guru - মিড লেভেল ফ্রিল্যান্সারদের জন্য ভালো
আশা করি আপনারা জানতে পেরেছেন ফ্রিল্যান্সিং করার জন্য কোন প্ল্যাটফর্ম
গুলো জনপ্রিয় এবং আপনার জন্য কোনটি সেরা হতে পারে। এই ওয়েবসাইটগুলো
ছাড়াও আপনার স্কিলের উপরে নির্ভর করে আপনি বিভিন্ন সাইটে কাজ করতে
পারেন।
ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পেতে পোর্টফোলিও থাকার গুরুত্ব
আপনি যদি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট পেতে চান এবং তাদের
কাজ করতে চান তাহলে আপনার একটি ভালো পোর্টফোলিও থাকা অনেক
গুরুত্বপূর্ণ। কেননা ক্লায়েন্টরা আপনার পোর্টফোলিও দেখার মাধ্যমে জানতে
পারে আপনি এই স্কিলে বা কাজে কতটা দক্ষ এবং ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা
আপনার কাছে পেতে পারবে কিনা। অনেকে হয়তো জানেন না পোর্টফোলিও কি এবং
কিভাবে তৈরি করতে হয়। তাদের জন্য পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের একটি
নমুনা যেটি সাধারণত আপনার মার্কেটপ্লেস প্রোফাইলে বা Linked In প্রোফাইলে
যুক্ত করে রাখতে পারেন যেটি দেখার মাধ্যমে ক্লায়েন্টরা বুঝতে পারে আপনি এই
কাজে কতটা দক্ষ এবং আপনার কত অভিজ্ঞতা আছে। বিদেশি ক্লায়েন্টরা
সাধারণত ভালো পোর্টফোলিও না থাকলে কাজ দিতে চাইনা এজন্য এই বিষয়টা অনেক
গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে
ক্যারিয়ার গড়তে চান।
আরো পড়ুনঃ ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায়
আপনার পোর্টফোলিও তৈরি করার সময় আপনার সেরা কাজগুলো আপনার পোর্টফোলিও তে
যুক্ত করুন যার মাধ্যমে বিদেশি ক্লায়েন্টরা সহজে আপনার কাজগুলো দেখতে
পারবে। তবে আপনি যদি নতুন হন এবং আপনার কাছে পোর্টফোলিওতে দেওয়ার
মতো তেমন কোন কাজ না থাকে তাহলে প্রথমে কিছু প্রজেক্ট তৈরি করুন যেগুলো আপনি
পোর্টফোলিওতে দিতে পারবেন। এছাড়াও আপনি নিজের একটি ওয়েবসাইট
বানিয়ে সেখানে আপনার পোর্টফোলিও রাখতে পারবেন। বিশেষ করে আপনার প্রোফাইলে
প্রতিটি প্রজেক্ট এর বিবরণ, আপনার ভূমিকা এবং ফলাফল উল্লেখ করুন এটা অনেক
গুরুত্বপূর্ণ বিশেষ করে বিদেশে ক্লায়েন্টদের জন্য যারা আপনার পোর্টফোলিও
দেখবে।
ফ্রিল্যান্সিং করে কাজ পাওয়ার উপায়
অনেকেই বিভিন্ন স্কিল শিখিয়ে অভিজ্ঞতা অর্জন করার পরেও কাজ পেয়ে থাকে না
কেননা তারা সঠিকভাবে প্রপোজাল পাঠাতে পারেন না। আপনার ফ্রিল্যান্সিং কাজ
শেখা ব্যর্থ হতে পারে যদি আপনি সঠিকভাবে প্রপোজাল না পাঠাতে
পারেন, ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে ১০টি বিষয় জানা জরুরি তার মধ্যে
প্রপোজাল পাঠানো অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই সঠিকভাবে প্রপোজাল পাঠাতে
পারেন না যার কারণে কাজ পায় না। আপনি সঠিক নিয়মে কাজের প্রপোজাল পাঠানোর
মাধ্যমে অনেক সহজেই কাজ পেতে পারবেন।
একটি ভাল প্রপোজাল পাঠানোর জন্য প্রথমেই আপনার জব পোস্টটি ভালভাবে পড়ুন
এবং বুঝার চেষ্টা করুন ক্লায়েন্ট আপনার কাছে থেকে কি
চাচ্ছে। তারপরে আপনার ক্লায়েন্টের জন্য প্রপোজাল লিখুন
স্পষ্টভাবে যে আপনি সেই কাজটি কিভাবে করবেন। কখনো কপি-পেস্ট করা প্রপোজাল
পাঠাবেন না এতে ক্লায়েন্ট হারানো সম্ভাবনা অনেক বেশি। প্রতিটি জব পোস্টের
জন্য আলাদা আলাদা প্রপোজাল লেখার চেষ্টা করুন এবং ক্লাইন্টদেরকে
আপনার পূর্ববর্তী কাজ ও অভিজ্ঞতা দেখানোর জন্য আপনার পোর্টফোলিও লিংক
যুক্ত করুন। আপনার কাজের দাম সঠিকভাবে নির্ধারণ করুন এবং ডেলিভারি টাইম
উল্লেখ করার চেষ্টা করুন। এই বিষয়গুলো আপনার পোর্টফোলিও কে অনেক উন্নত
করতে সাহায্য করবে এবং বেশি বেশি কাজ পেতে সাহায্য করবে।
লেখকের শেষ কথা
ফ্রিল্যান্সিং একটি চ্যালেঞ্জিং কিন্তু একটি অসাধারণ ক্যারিয়ার অপশন। আপনি যদি
উপরের বিষয়গুলো ভালোভাবে বুঝে কাজ শুরু করেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক
বেশি। মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না। নিয়মিত শেখা, পরিশ্রম এবং ধৈর্য্য
থাকলে আপনি সহজই সফল করতে পারবেন। প্রিয় পাঠক আপনাদের সুবিধার্থে এই
পোস্টটি লেখা আপনাদের যদি ফেসবুকে কত ফলোয়ার হলে টাকা পাওয়া যায় পোস্টটি
সহায়ক মনে হয় তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটি শেয়ার করুন যেন তারাও জানতে
পারে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়, ক্যারিয়ার গড়ার জন্য কোন
স্কিল শিখবেন, কোন মার্কেটপ্লেসে কাজ করবেন, ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পেতে
পোর্টফোলিও থাকার গুরুত্ব, ফ্রিল্যান্সিং করে কাজ পাওয়ার উপায় ইত্যাদি।



টেক সমাজের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url